দলিল লেখক ও নকলনবিশদের ওপর হামলার বিচার দাবি

কর্মবিরতিসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

| সোমবার , ১৩ মার্চ, ২০২৩ at ১০:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্সের আঙ্গিনায় অনধিকার প্রবেশ করে শিক্ষানবিশ দলিল লেখক ও সংরক্ষিত অফিস কক্ষে প্রবেশ করে কর্মরত নকলনবিশের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে গতকাল রবিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত দলিল লেখক সমিতি ও নকল নবিশ এসোসিয়েশন।

চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির সভাপতি মোহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলিল লেখক সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব মোক্তার আহমদ, চট্টগ্রাম জেলা নকল নবিশ এসোসিয়েশনের সভাপতি প্রশান্ত কুমার সরকার, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর আলী, সহ সভাপতি এম জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক এরশাদ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ নেওয়াজ, নকল নবিশ রেকর্ড ইউনিটের সভাপতি নুরুন্নবী, নকল নবিশ সদর ইউনিটের সভাপতি মোহাম্মদ হোসেন, সাধারণ সম্পাদক রিপন বিশ্বাস, নকলনবিশ চান্দগাঁও ইউনিটের সভাপতি শাহাদাত হোসেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শিক্ষানবিশ দলিল লেখক ও সংরক্ষিত অফিস কক্ষে প্রবেশ করে কর্মরত নকল নবিশের ওপর একদল উচ্ছৃঙ্খল আইনজীবীর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে হামলার বিচার ও হামলায় আহত ব্যক্তির বিরুদ্ধে মিথ্যাবানোয়াট মামলা প্রত্যাহার না করলে দেশব্যাপী দলিল লেখক ও নকলনবিশদের পক্ষ থেকে সম্মিলিতভাবে অবস্থান ধর্মঘট, কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৬শ পিস ইয়াবাসহ যুবক আটক
পরবর্তী নিবন্ধশিক্ষিকা ঊষা চৌধুরীর পরলোকগমন