দলগুলোর সঙ্গে আবার বসবে ঐকমত্য কমিশন

জুলাই সনদ

| মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১:০৩ অপরাহ্ণ

জুলাই জাতীয় সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে ঐকমত্য কমিশন। সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করার পর এ সিদ্ধান্তের কথা জানায় কমিশন।

ঐকমত্য কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকটি হয় রোববার। পরের দিন জাতীয় সংসদ ভবনের এলডি হলে হয় পর্যালোচনা বৈঠক। এ পর্যালোচনা বৈঠক থেকেই দলগুলোর সঙ্গে আবার বৈঠক করার সিদ্ধান্ত নেয় কমিশন। খবর বিডিনিউজের।

বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও বৈঠকে অংশ নেন। সবশেষ ৩১ জুলাই রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক বৈঠক করে ঐকমত্য কমিশন। ২২ আগস্ট ৩০টি রাজনৈতিক দলের মধ্যে ২৬টি রাজনৈতিক দল জুলাই সনদের খসড়ায় মতামত দিয়ে ঐকমত্য কমিশনে পাঠায়। এরপর থেকে কয়েক দফা অনানুষ্ঠানিক বৈঠক হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট আবারও খুলে দেয়া হয়েছে
পরবর্তী নিবন্ধপথচারী শিশুর ওপর উল্টে পড়ল গাড়ি, মৃত্যু