যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে সম্ভবত এগিয়ে আছেন ঋষি সুনাক, কিন্তু বরিস জনসন তাকে দলের নেতৃত্বের প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বলে খবর ব্রিটিশ গণমাধ্যমের। মাত্র ছয় সপ্তাহ আগে কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌঁড়ে ঋষি সুনাককে হারিয়ে লিজ ট্রাস ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে জনসনের স্থলাভিষিক্ত হয়েছিলেন, এখন আবার ট্রাসের স্থলে ফিরতে চাচ্ছেন তিনি।
সাবেক ব্রিটিশ অর্থমন্ত্রী সুনাক এখন প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে প্রত্যাশিত হলেও কনজারভেটিভ এমপিদের সামনে জনসন গুরুত্বপূর্ণ এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ২০২৪ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা পরবর্তী জাতীয় নির্বাচনে একমাত্র তিনিই দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারবেন বলে দাবি করেছেন, জানিয়েছে লন্ডন টেলিগ্রাফ। খবর বিডিনিউজের।
পার্লামেন্টে ক্ষমতাসীন দলের নিরঙ্কুশ প্রধান্য থাকলেও তাদের জনপ্রিয়তা তলানিতে নেমে গেছে দাবি করে আগাম নির্বাচন দেওয়ার আওয়াজ তুলেছে বিরোধী দলগুলো। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বরিস জনসন এখন ঋষি সুনাককে তার সঙ্গে হাত মেলাতে ও একসঙ্গে ফিরে আসার জন্য চাপ দিচ্ছেন।
তাদের প্রকাশ্য পতনের পর এটিকে একটি লক্ষণীয় শান্তির বার্তা বলে অভিহিত করেছে ব্রিটিশ দৈনিকটি।