দর্পণ সাহিত্য ও সাংস্কৃতিক সংঘের আয়োজনে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলন ও দলীয় পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কথাসাহিত্যিক, সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা আহত ও নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তব্য দেন, মো. জহিরুল আলম, মো. ইউসুফ বাবু ও শাহেদা নাসরীন। দর্পণের নতুন পরিচালক মো. ড. মোহাম্মদ আব্দুল ওয়াহেদ চৌধুরী এবং অ্যাড. মোহাম্মদ মহাসীনকে বরণ করে নেয়া হয়।
চবি সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. হানিফ মিয়ার পরিচালনায় ও নাহিদ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি শিল্পী ও দর্পণের সদস্যরা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এতে অংশ নেন, শিশু শিল্পী অদ্রি মিয়ান অপার, ড. হানিফ মিয়া, নাহিদ নেওয়াজ, মৃদুল ইসলাম, সৈয়দা মাহমুদা হক তাসনিম, টিকেন্দ্রনাথ মণ্ডল, সাগর মণ্ডল, নন্দিতা চক্রবর্তী, সিথি রায়, সৈয়দা হুজ্জাতুন নূর, সওগাত শারমিন সেতু, শ্রাবন্তী দাশ, নুসরাত জাহান, মুনিয়া ইসলাম, লরেনজা রডরিঙ, রাফিফা আব্দুল রিয়া, ইনতিজার ইশান, সাদিয়া আক্তার লিপি। আমন্ত্রিত অতিথি শিল্পী ছিলেন লাকী দাশ, সাইফুল ইসলাম সুমন, সঞ্জয় পাল, লাবণ্য মুৎসুদ্দি, অর্পিতা পাল এবং সানজিনা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুনিয়া ইসলাম ও মৃদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।