টাকার অভাবে ভর্তি হতে না পারা ১০০ জন শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন ১২ নং চিকনদন্ডী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য মো. নুর হোসেন। সেই সাথে আরো প্রায় ৪০ জন্য শিক্ষার্থীর কোচিং পড়ানো ও বেতনের দায়িত্বও নিয়েছেন। গতকাল সন্ধ্যায় নিজ কার্যালয়ে দরিদ্র পরিবারের ১০০ জন শিক্ষার্থীর পরিবারের হাতে প্রায় দেড় লক্ষ টাকা অনুদান তুলে দেন তিনি। এতে পরিবারগুলোর মুখে হাসি ফুটেছে।
কয়েকজন অভিভাবক জানান, মনে করেছিলাম এ বছর থেকে ছেলেমেয়েদের পড়ালেখা করাতে পারব না। খুব টেনশনে ছিলাম। কিন্তু মেম্বার নুর হোসেন আমাদের ছেলেমেয়েদের ভর্তি, বইসহ কোচিংয়ের দায়িত্ব নিয়েছেন। এর ফলে ছেলেয়েদের পড়ালেখা করাতে পারছি।
তারা মেম্বারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মেম্বার মো. নুর হোসেন বলেন, শিক্ষা থেকে বঞ্চিত হলে ছেলেমেয়েরা বিপথগামী হবে। আমার ওয়ার্ডের কিছু পরিবার অর্থের অভাবে ছেলেমেয়েদের ভর্তি করাতে পারছিল না। ব্যক্তিগতভাবে ১০০ জন শিক্ষার্থীর ভর্তি, বইসহ কোচিংয়ের দায়িত্ব নিয়েছি। সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।