দরিদ্র বিচার প্রার্থীর প্রতি মানবিক আচরণ করার আহ্বান

| বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৮:০০ পূর্বাহ্ণ

সরকারি খরচে আইনি সহায়তা দরিদ্র বিচার প্রার্থী জনগণের সাংবিধানিক অধিকার। এটা কোন দয়া দাক্ষিণ্য নয়। তাদের সহিত মানবিক আচরণের আহবান রইলো। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান ও সম আশ্রয় লাভের অধিকারী। তাই আদালতের সহায়ক কর্মচারীদের দরিদ্র বিচার প্রার্থী জনগণের মামলায় মানবিক হতে হবে। লিগ্যাল এইড এর মামলা দৈনিক কার্যতালিকার শুরুতে রাখতে হবে, যাতে করে অসহায় ও দরিদ্র বিচার প্রার্থী জনগণ আদালতে মামলার কার্যক্রম দ্রুত শেষ করে বাড়ি ফিরতে পারেন।

গত ২০ মে মহানগর দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড অফিস আয়োজিত সরকারি আইনি সহায়তা কার্যক্রম বিষয়ক আদালতের সহায়ক কর্মচারীদের সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম। জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রূপন কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ছালামত উল্লাহ ও অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. নিহাদুজ্জামান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারী সংস্কার কমিশনে ইসলামিক স্কলার না রাখাসহ ৪ সুপারিশের প্রতিবাদ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে জুলাই আন্দোলনে আহত শ্রমিকদল নেতা আলী করিমের পাশে ড্যাব নেতৃবৃন্দ