সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল যেমন অভিশাপ, তেমনি বড় কষ্টের। তাদের জন্য আমাদের অনেক কিছুই করণীয় আছে। সরকারের পাশাপাশি আমরাও পারি শীতার্তদের জন্য সাহায্যের হাত প্রসারিত করতে। গত বৃহস্পতিবার পূর্ব মাদারবাড়ী ও আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর নিলু নাগের ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নিলু নাগের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে মেয়র সমাজের বিত্তবান সব নাগরিককে সামর্থ অনুযায়ী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এগিয়ে আসার আহবান জানান। এক হাজার হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর মহিলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নিলু নাগ। মহানগর যুবলীগ নেতা আশিকুন্নবী চৌধুরী সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর মহিলা আ.লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, নগর আ.লীগ নেতা মাহবুব মিয়া, মো. জাবেদ, কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, আনিসুর রহমান লিপন, মাহবুল হক সুমন, মো. সালাউদ্দিন, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, এনামুল হক মিলন, মাসুদুর রহমান, আসাদুজ্জমান মনি, মো. ইউনুস, রাজীব হাসান রাজন, শাহ নেওয়াজ রাজীব, বেলাল হীরা, আবু তারেক রনি, শাহরিয়ার হাসান, ফয়সাল সাব্বির, রাকিবুল হাসান রাকিব, নুর আবছার তানভীর, সাইদুল ইসলাম পারেল, মো. আলী মিঠু, আকবর হোসেন রাজন, সৈয়দ ইবনে কামাল পারভেজ, মীর মো. ইমতিয়াজ, সাইদ নোমান সাইফ, মাঈনুল ইসলাম রায়হান, মো. আবিদ, মো. খোকন, মো. আমিনুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।