দরবারে হাশেমীয়া আলীয়া শরীফে হযরত গাউছুল আজম জিলানী মাহফিলে বক্তারা বলেন, কাদেরীয়া তরিকার প্রবর্তক হজরত গাউসুল আজম আবদুল কাদের জিলানী (রহ.) প্রিয় রাসূল (সা.)-এর প্রতিনিধি হিসেবে দ্বীনের প্রচার ও প্রসারে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইসলামকে পুনর্জীবিত করেছেন। পবিত্র কোরআন ও হাদিসের অমূল্য বাণীর সঠিক ব্যাখ্যা প্রদানে ইসলামের প্রকৃত রূপ জনগণের সামনে তুলে ধরেছেন। তার অপরিসীম জ্ঞানের পরিধি, ভাষার মাধুর্যতায় মানব সমাজকে ইসলামের আদর্শে অনুপ্রাণিত করেছেন। গতকাল রবিবার বাদে আছর হতে নগরীর জালালাবাদস্থ দরবারে হাশেমীয়া আলীয়া শরীফে আন্জুমানে মুহিব্বানে রাসূল (দ.) গাউছিয়া জিলানী কমিটি বাংলাদেশের উদ্যোগে ও গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশের ব্যবস্থপনায় পীর মীর মহিউদ্দীন হযরত শায়খ সাইয়্যিদ আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হোসাইনীর (রাদ্বিঃ) স্মরণে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ওরছে গাউছুল আজম জিলানী মাহফিল এবং আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমীর (রহ.) অর্ধ বার্ষিকী ফাতেহা উপলক্ষে ওরছে ইমাম হাশেমী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।