দগ্ধ বিরান ভূমি

সিমলা চৌধুরী | বুধবার , ৯ আগস্ট, ২০২৩ at ১০:৩১ পূর্বাহ্ণ

এই বাংলার পদ্মা,

মেঘনা, যমুনার বুকে

হে মুজিব, বহমান তোমার রক্তের ধারা কে রুখে,

তোমাকে হারিয়ে বাংলার

মানুষ এখনো পীড়িত

হে মুজিব, তুমি জীবিতের

চেয়েও অধিক জীবিত।

প্রতিটি ভোরের পূব আকাশ তোমার রক্তে হয় রাঙা

হে মুজিব, সাধ্য আছে কি কারোর, তোমার কীর্তি ভাঙা?

আগস্ট মাসে বাংলা হারালো তার সর্বশ্রেষ্ঠ সন্তান

হে মুজিব, তাইতো বাঙালি কখনো ভুলবে না তোমার দান।

জয় বাংলার প্রতিধ্বনি

এখনো এই বাংলায় ধ্বনিত

হে মুজিব, তোমার খুনিরা এখানে এখনো তীব্র ঘৃণিত।

তোমার নামে বাংলার আকাশে জাতীয় পতাকা উড়ে

হে মুজিব, তুমি রয়েছো এই বাংলার সমস্ত হৃদয় জুড়ে।

বাংলার উজ্জ্বল নক্ষত্র

স্বাধীনতার মহানায়ক তুমি

হে মুজিব, তোমার জন্য

এখনো বাংলা দগ্ধ বিরান ভূমি।

পূর্ববর্তী নিবন্ধ১৫ই আগস্টের শপথ
পরবর্তী নিবন্ধসংসারের বোঝা বহন করতে পারাই পুরুষত্বের অহংকার!