দখলমুক্ত হলো শত কোটি টাকার সরকারি জায়গা

নতুন ব্রিজ এলাকায় ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ at ১০:০৬ পূর্বাহ্ণ

নগরীর নতুন ব্রিজের গোল চত্বর এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ৩০টির মতো স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। এতে সরকারের আড়াই একর জায়গা অবৈধ দখলদার মুক্ত হয়েছে। যার বাজার মূল্য প্রায় শত কোটি টাকা। উচ্ছেদ করা স্থাপনার মধ্যে রয়েছেহোটেল, লোহার দোকান, মুদি দোকান ও সেলুনসহ নানা স্থাপনা।

গতকাল বুধবার সদর সার্কেলের এসিল্যান্ড খোন্দকার মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন। তিনি আজাদীকে বলেন, গত ২০ অক্টোবর থেকে নতুন ব্রিজ গোল চত্বর এলাকায় অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান পরিচালিত হয়ে আসছে। যা আজকে (গতকাল) শেষ হয়েছে। আগে দখলদারদের নোটিশ করা হয়। সেই মত নিজ নিজ মালামাল সরিয়ে নেন ব্যবসায়ীরা। সর্বমোট ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে সরকারের প্রায় আড়াই একর জায়গা অবৈধ দখলমুক্ত হয়েছে। পরে দখলমুক্ত জায়গা তারের বেষ্টনী দিয়ে ঘেরাও করে রাখা হয়। তিনি বলেন, দখলমুক্ত জায়গার আনুমানিক মূল্য শত কোটি টাকা। জেলা প্রশাসনসূত্র জানায়, সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করার এমন অভিযান চলমান থাকবে।

পূর্ববর্তী নিবন্ধরাজনীতিতে আমি ক্লাস ওয়ানের ছাত্র : সাকিব
পরবর্তী নিবন্ধস্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন