দক্ষ মানবসম্পদ তৈরির পূর্ব শর্ত দক্ষ ও যোগ্য শিক্ষক

ন্যাশনাল টিচার্স ট্রেনিং কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য

| মঙ্গলবার , ২৫ নভেম্বর, ২০২৫ at ৮:১৩ পূর্বাহ্ণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান বলেছেন, দক্ষ মানবসম্পদ তৈরির পূর্ব শর্ত দক্ষ ও যোগ্য শিক্ষক। একজন যোগ্য শিক্ষকই যথাযথ শিক্ষার মাধ্যমে একজন মানুষকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে পারেন।

তিনি গতকাল সোমবার নগরীর বহদ্দারহাটস্থ ন্যাশনাল টিচার্স ট্রেনিং কলেজে পরিদর্শনে এসে এসব কথা বলেন। প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, আমাদের এ প্রজন্ম আগামীতে দেশের নেতৃত্ব দেবে। সুতরাং আমাদের শিক্ষক সমাজের দায়িত্ব হচ্ছে দক্ষ প্রজন্ম তৈরি করা।

চট্টগ্রাম এডুকেশন অ্যান্ড রিচার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান, কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব ওসমান গণি মনসুরের সভাপতিত্বে সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তর) নাজিম উদ্দিন আহম্মেদ শিশিম, আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আবদুল মালেক, এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুছ, ট্রাস্টি বোর্ডের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন, প্রফেসর ড. আয়েশা আফরীন, হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. জি এম গোলাম রসূল আতিক, মোহাম্মদ আনোয়ার ছিদ্দিক চৌধুরী, রেজাউল করিম কায়সার, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাহবুব মোর্শেদ চৌধুরী, অধ্যক্ষ মোহাম্মদ হামিদ হোসাইন, উপাধ্যক্ষ এ এম শহীদুল আলম, মোহাম্মদ গিয়াসুদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅসুস্থ প্রতিযোগিতা থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে হবে
পরবর্তী নিবন্ধচিটাগং সিনিয়রস’ ক্লাবে ৮০০ কেভিএ সাবস্টেশন উদ্বোধন