দক্ষ মানবসম্পদ গড়ে না উঠলে বিদেশিরা বিনিয়োগে আগ্রহী হবে না

এওটিএস এলুমনি সোসাইটির সাথে মতবিনিময় সভায় চেম্বার সভাপতি

| রবিবার , ২ জুন, ২০২৪ at ৭:২৯ পূর্বাহ্ণ

চিটাগাং চেম্বার পরিচালকমণ্ডলীর সাথে এওটিএস এলুমনি সোসাইটির প্রতিনিধি দল গতকাল শনিবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ, পরিচালক মাহফুজুল হক শাহ, বেনাজির চৌধুরী নিশান, মোহাম্মদ আকতার পারভেজ, মোহাম্মদ আদনানুল ইসলাম, মোহাম্মদ মনির উদ্দিন, চট্টগ্রাম এওটিএস এলুমনি সোসাইটির সভাপতি লতিফ আনোয়ার চৌধুরী, সিনিয়র সহসভাপতি এ আর এম শামীম উদ্দিন, সহসভাপতি মোহাম্মদ আলা উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, ট্রেজারার মোহাম্মদ রহিম উল্যাহ, পাবলিসিটি সেক্রেটারী এ এ মো. আনোয়ারুল আজিম চৌধুরী, আরএন্ডডি ও পাবলিকেশন সেক্রেটারী এ টি কায়সার আহমেদ চৌধুরী ও চেম্বার সেক্রেটারী ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে সহসভাপতি সৈয়দ শাহ মো. কেরামাতুল আজিম, নির্বাহী সদস্য সৈয়দ নুরুল বাশার, মোহাম্মদ সাইফ উল্যাহ মনসুর, মো. কামরুল হাসান ও জাফর আহমেদ উপস্থিত ছিলেন। চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করেছেন। এসব উন্নয়নের সুফল পেতে বিদেশি বিনিয়োগ যেমন দরকার তেমনি দক্ষ মানবসম্পদ গড়ে তোলাও প্রয়োজন। কারণ দেশে দক্ষ মানবসম্পদ গড়ে না উঠলে বিদেশিরা বিনিয়োগে আগ্রহী হবে না। তাই চট্টগ্রামের এওটিস এলুমনি সোসাইটির সাথে চিটাগাং চেম্বার যৌথভাবে দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে পারে।

চট্টগ্রাম এওটিএস এলুমনি সোসাইটির সভাপতি লতিফ আনোয়ার চৌধুরী বলেন, জাপানিরা মনে করে একটি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি প্রশিক্ষিত হয় তাহলে প্রতিষ্ঠান গতিশীল হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে সরকার
পরবর্তী নিবন্ধভালো সাংবাদিক হওয়ার আগে ভালো মানুষ হতে হবে : এম এ মালেক