দক্ষিণ রাউজানের গঙ্গামন্দির হবে সম্প্রীতির প্রতীক : ফজলে করিম

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৫৮ পূর্বাহ্ণ

রাউজান কেন্দ্রীয় গঙ্গাঁ মন্দিরের উদ্বোধনকালে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, গঙ্গামন্দির হবে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য প্রতীক। গতকাল বুধবার বাগোয়ান ইউনিয়নের গশ্চি গ্রামের মন্দির মাঠে স্বাস্থ্য বিধি অনুসরণ করে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই অভিমত ব্যক্ত করেন।
উপজেলা (দক্ষিণ) পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্ত্তীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, চেয়ারম্যান মুহাম্মদ রোকন উদ্দিন, চেয়ারম্যান মুহাম্মদ বাবুল মিয়া, চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, সুভাষ কান্তি দে, রাজীব সিংহ, আরিফুল আলম, আশুতোষ মহাজন, দেবু মহাজন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবন্দরে দুর্ঘটনায় পরিবহন বিভাগের কর্মকর্তার মৃত্যু
পরবর্তী নিবন্ধরামপুর বঙ্গবন্ধু স্মৃতি সংসদের আলোচনা সভা