শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে হাটহাজারীর দক্ষিণ ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশে নির্মিত হয়েছে সীমানা প্রাচীর ও গেইট। ১৯৫৬ সালে আয়কর আইনজীবী ফয়েজ উল্লাহ মিয়া উকিল এলাকা উন্নতকরণে ও শিক্ষার সমপ্রসারণে নিজস্ব অর্থায়নে স্কুলটি প্রতিষ্ঠা করেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সীমানা প্রাচীর ও গেইটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন হাটহাজারী উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার রোজিনা রহমান এবং সহকারী শিক্ষা অফিসার ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তাসমীন আক্তার কাকলী। এই আয়োজনে উপস্থিত ছিলেন স্কুল প্রতিষ্ঠাতা ফয়েজ উল্লাহ মিয়া উকিল এর পরিবারবর্গ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট সুলতানা নুরজাহান রোজী। উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ, স্কুলের প্রধান শিক্ষক মর্জিনা বেগম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অবিভাবকবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। একইদিন বিদ্যালয় প্রাঙ্গণে মানবতার দেয়ালের উদ্বোধন ও বৃক্ষরোপণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।