দক্ষিণ জেলা যুব ঐক্য পরিষদের ত্রি বার্ষিক সম্মেলন

| রবিবার , ২ জুন, ২০২৪ at ৭:২৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ দক্ষিণ জেলা শাখার ১ম ত্রিবার্ষিক সম্মেলন গত ৩১ মে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রানা দাশগুপ্ত। সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক চেয়ারম্যান তাপস কান্তি দত্তের সভাপতিত্বে ও সদস্য সচিব গৌতম দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রাহুল বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সভাপতি () পংকজ সাহা। বক্তব্য দেন, ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী, দক্ষিণ জেলার সভাপতি তাপস হোড়, সাধারণ সম্পাদক অ্যাড. প্রদীপ কুমার চৌধুরী, যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাপস কান্তি বল, শিমুল সাহা, হিল্লোল সরকার, সজীব বড়ুয়া, রোমেল বড়ুয়া, দীপন বণিক আকাশ, সুভাষ চৌধুরী, শ্যামল দাশ, তাপস কান্তি দে, রাজীব দাশ, সাজীব বৈদ্য, চেয়ারম্যান কাজল দে, প্রণব দাশগুপ্ত, অধ্যাপক নীলমনি শর্মা, ডা. রাখাল চন্দ্র নাথ, সরোজ চৌধুরী, শম্ভুনাথ সরকার, অ্যাড. সুমন সরকার, বাবলু দে, মাস্টার শ্যামল দে, রমা বৈদ্য, রূপসী দাশ, দীলিপ দত্ত, ইঞ্জিনিয়ার রতন আচার্য্য, দেবাশীস্‌ দাশ নয়ন, মিঠুন চৌধুরী, উৎপল চৌধুরী মিটু, প্রবীণ দাশ সুমন, চালর্স রাসেল মরেচ, পলাশ মিত্র, সজীব দত্ত, উৎপল বড়ুয়া প্রমুখ। দক্ষিণ জেলা ঐক্য পরিষদ সাংস্কৃতিক স্কোয়াডের প্রধান ডা. প্রভাষ চক্রবত্তীর্র নেতৃত্বে শিল্পীরা জাতীয় সংগীত, উদ্বোধনী সংগীত ও দেশাত্মবোধ গান পরিবেশন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগরে ১৯ মামলার আসামিসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধরিয়াজউদ্দিন বাজার আড়তদার সমিতির বার্ষিক সাধারণ সভা