দক্ষিণ জেলা যুবলীগের বর্ধিত সভা আজ

| রবিবার , ২৮ নভেম্বর, ২০২১ at ৭:২৯ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা যুবলীগের বর্ধিত সভা আজ রবিবার বেলা ২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন যুবলীগের যুগ্ম সম্পাদক ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম (চট্টগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্ত)। প্রধান বক্তা থাকবেন বাংলাদেশ যুবলীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্ত) সাইফুর রহমান সোহাগ। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক বদিউল আলম, তথ্য ও গবেষণা সম্পাদক মীর মোহাম্মদ মহিউদ্দীন, সহ সম্পাদক নাসির উদ্দীন মিন্টু, কার্যনির্বাহী সদস্য কায়কোবাদ ওসমানী।
এতে জেলা কার্যকরী কমিটির সহ-সভাপতি মন্ডলী, সম্পাদক মন্ডলী সহ সদস্যবৃন্দ, উপজেলা, থানা ও পৌরসভা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক বৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে সচেতন নাগরিক ফোরামের শিক্ষক সম্মাননা
পরবর্তী নিবন্ধপাহাড়ে সাংবাদিকতায় মকছুদ আহমেদ পথিকৃৎ