৭২ ঘণ্টার মধ্যে ইদ্রিস মিয়াকে অপসারণ না করলে রাজপথে কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন উপজেলা ও পৌরসভার কারানির্যাতিত ও হামলা মামলার শিকার হওয়া বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্ব ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ইদ্রিস মিয়া একদিনের জন্যও রাজপথের আন্দোলনে ভূমিকা রাখেননি এবং এ কারণে তার বিরুদ্ধে কোনো মামলাও হয়নি। বক্তারা বিএনপির হাইকমান্ডের প্রতি অবিলম্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়াকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য প্রদান করায় তাকে দায়িত্ব থেকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানান। না হয় কারানির্যাতিত নেতাকর্মীরা রাজপথে বিভিন্ন কর্মসূচি দিতে বাধ্য হবে।
মানববন্ধনে বিএনপি নেতা আবু আহমদ, গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মাবুদ, আবুল কাশেম, শফিকুল ইসলাম চেয়ারম্যান, জামাল চেয়ারম্যান, ইব্রাহিম সওদাগর, নাছির উদ্দীন, মাহাবুবুল আলম, মুহাম্মদ শরীফ, আব্দুল মান্নান তালুকদার, এস এম হাবিবুল্লাহ, নাজিম উদ্দীন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হামিদুর রহমান পেয়ারু, ইয়াছিন আরাফাত, মুহাম্মদ কামাল উদ্দিন, মো. মহসিন, হাবিবুর রহমান রিপন, ওবায়দুল হক রিকু, সেকান্দর হোসেন নয়ন, ইমরানুল হক বাহাদুর, আলাউদ্দিন, শাখাওয়াত হোসেন, আবু নোমান লিটন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ, শাহাদাৎ হোসেন, এস, এম নয়ন, আশরাফুল আলম সোহেল, রফিকুল হাসান, মন্নান হোসেন, নুরুল আলম, আহমদ উল্লাহ, আবদুর রহমান, মাহাবুব আলম, জামাল উদ্দীন, জসীম উদ্দীন, হাবিব, জামাল খাঁন, আরিফুল, আবু আহমেদ, বিভিন্ন উপজেলা ও পৌরসভার বিএনপি, অঙ্গ ও সংগঠনের নির্যাতিত নেতাকর্মীরা বক্তব্য রাখেন বলে এক সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।