দক্ষিণ জেলা জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল

| বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৫৯ পূর্বাহ্ণ

জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক নুরুচ্ছাফা সরকার ও সদস্য সচিব আবদুস সাত্তার রনির নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গত ২৪ সেপ্টেম্বর নগরীর লাল দিঘীর পাড় জেলা জাতীয় পার্টির অফিসের সামনে বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীদের নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের কাছে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়। পরবর্তীতে দলের নেতাকর্মীরা এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্যে জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের মিথ্যা মামলা অতিদ্রুত প্রত্যাহারের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন মো: মিঞা চৌধুরী, মো: বোরহান উদ্দিন ফারুকী, আলী আকবর চেয়ারম্যান, মো: ছালেম, কাজী মুজিবুর রহমান, এডভোকেট ফিরোজ, কাজী নুরুচ্ছফা, মো: সেলিম, মাহামুদুল হক বেঙ্গল, ডা: খোরশেদ আলম, মো: হারুনুর রশিদ, এস এম বাদশা, সাইফুদ্দিন খান মেম্বার, মো: নুরুল ইসলাম, .টি.এম শাহাদাত ইসলাম, কাজী খোরশেদ আলম, নূর হোসেন সওদাগর, দুলা মিয়া চৌধুরী মেম্বার, ইমরান হোসেন মুন্না, নুরুন নবী চাঁদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

মো: রফিক,আব্দুর রহমান, দিদারুল ইসলাম মুরাদ, আবুল কাশেম, রুপেশ সরকার, জসিম উদ্দিন বাবর, শেখ জাহাঙ্গীর, এম ইরফান, আবদুল হাকিমসহ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহৃদরোগে নারীরা মারা যাচ্ছেন অবহেলায়, দাবি বিশেষজ্ঞদের
পরবর্তী নিবন্ধদুর্গাপূজা উদযাপনে রাঙামাটি জেলা প্রশাসনের প্রস্তুতি সভা