দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একেএম নাজিম উদ্দীনের ইন্তেকাল

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ২ জানুয়ারি, ২০২১ at ৯:২০ অপরাহ্ণ

চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আফতাব উদ্দীন আহমদের পুত্র চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একেএম নাজিম উদ্দীন (৬৫) আজ শনিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে….রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
আজ শনিবার বাদ এশা চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জামে মসজিদ মাঠে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
আগামীকাল রবিবার চন্দনাইশের বরকল এস.জেড উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে বরমা ইউনিয়নের পশ্চিম বাইনজুড়িস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, একেএম নাজিম উদ্দীন গত উপজেলা পরিষদ নির্বাচনে চন্দনাইশে নৌকার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
তিনি ১৯৭৯ সালে গাছবাড়িয়া সরকারি ছাত্রলীগের সভাপতি, একই সময় মৌলভীবাজার আবাহনী ক্লাবের সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
তার বড় ভাই মুক্তিযোদ্ধা একেএম জয়নাল আবেদীন চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ছোট ভাই ডা. সাইফ উদ্দিন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
তার মৃত্যুতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দীন আহমদ এমপি, মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি হাবিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, সাংগঠনিক সম্পাদক এম. বাবর আলী ইনু, সাখাওয়াত হোসেন শিবলী, আরিফুল ইসলাম খোকন, দক্ষিণ জেলা কৃষকলীগের সভাপতি আতিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আতাউল করিম আতিক, উপজেলার সভাপতি মাষ্টার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক নবাব আলী, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ তৌহিদুল আলম, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ বোরহান উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের, যুবলীগ নেতা আমিনুল ইসলাম চৌধুরী কায়সার, মোঃ বেলাল হোসাইন মিন্টুসহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধউত্তর কুলগাঁওয়ে কাউন্সিলর প্রার্থী সাহেদ ইকবালের মতবিনিময়
পরবর্তী নিবন্ধবাঁশখালীর গণ্ডামারায় কয়লা বিদ্যুৎ কেন্দ্রে হামলায় আহত ৬