দক্ষিণ জেলা আ.লীগ নেতা নাজিম উদ্দীনের ইন্তেকাল

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ৩ জানুয়ারি, ২০২১ at ১১:৩৮ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আফতাব উদ্দীন আহমদের ছেলে দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একেএম নাজিম উদ্দীন (৬৫) গতকাল শনিবার সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল বাদ এশা চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জামে মসজিদ মাঠে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আজ রবিবার চন্দনাইশের বরকল এস.জেড উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে বরমা ইউনিয়নের পশ্চিম বাইনজুড়িস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। নাজিম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গতকাল এক শোক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও গভীর শোক প্রকাশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ. সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি হাবিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমনজুরুল হক মানিক
পরবর্তী নিবন্ধসাংবাদিক ওসমানুল হকের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ