দক্ষিণ জেলা আ.লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক এ কে এম আবদুল মন্নানের মৃত্যুবার্ষিকী কাল

| শুক্রবার , ২২ মার্চ, ২০২৪ at ৫:৩১ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা আ.লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম আবদুল মন্নানের ২৪তম মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার। এ উপলক্ষে এ কে এম আবদুল মন্নান স্মৃতি সংসদের উদ্যোগে চন্দনাইশ উপজেলার বরমায় নানা কর্মসূচি পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জেয়ারত, আলোচনা সভা। এতে সভাপতিত্ব করবেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক এ কে এম জয়নাল আবেদীন। প্রধান অতিথি থাকবেন বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সকাল ১০টায় মরহুমের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন ও আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি সংসদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা দিবসে বিএনপির তিন দিনের কর্মসূচি
পরবর্তী নিবন্ধআনোয়ারায় আগুনে দোকানে পুড়ে ছাই