দক্ষিণ জেলা আ. লীগের প্রচার সম্পাদক নুরুল আবছার গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৭:১৬ পূর্বাহ্ণ

সাতকানিয়া থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী (৬০)। গতকাল সোমবার বিকাল আনুমানিক পৌনে ৫ টার দিকে সাতকানিয়া পৌরসভার জুমা মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মির্জাখীল চৌধুরী পাড়ার মৃত নুরুল ইসলাম চৌধুরীর ছেলে।

তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন আবদুল গাফ্‌ফার চৌধুরীর জানাযায় বেলা ১১ টায় অংশগ্রহণ করে বিকালে শহরে ফিরে যাচ্ছিলেন। গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা ও মরহুম বিএনপি নেতা সম্পর্কে চাচাতজেঠাত ভাই। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম সাতকানিয়া পৌরসভার জুমা মসজিদ এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরীকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে জানান থানার ওসি। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম আওয়ামী লীগ নেতা নুরুল আবছার চৌধুরীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান মঙ্গলবার (আজ) সকালে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধযুবদল নেতা হত্যা সাবেক এমপি জাফর ৪ দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধথানচিতে নিখোঁজের একদিন পর খিয়াং নারীর লাশ উদ্ধার