প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও অন্যান্য অঞ্চলের চেয়ে দক্ষিণ চট্টগ্রাম উচ্চ শিক্ষা বিস্তারে প্রাতিষ্ঠানিকভাবে পিছিয়ে আছে। কিছু সরকারি, বেসরকারি কলেজে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান হলেও এ অঞ্চলে একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। দক্ষিণ চট্টগ্রামের উচ্চ শিক্ষার প্রতিবন্ধকতাগুলো দূর করে সম্ভাবনাকে সফলতা হিসেবে তৈরি করতে আমাদেরকে স্ব-স্ব ক্ষেত্র থেকে এগিয়ে আসতে হবে। আমাদের তৈরি করতে হবে যুগোপযোগী উচ্চ শিক্ষিত দক্ষ মানবসম্পদ।
গত ২ মার্চ বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্যোগে দক্ষিণ চট্টগ্রামের কলেজসমূহের অধ্যক্ষবৃন্দের সাথে ‘উচ্চ শিক্ষার সমস্যা ও সম্ভাবনা : প্রেক্ষিত দক্ষিণ চট্টগ্রাম’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
ভার্সিটি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব। বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্বব্যিালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাৎ হোসেন, চবি আইন অনুষদের ডীন প্রফেসর এ বি এম আবু নোমান, বিজিসি ট্রাস্ট ভার্সিটির ট্রেজারার প্রফেসর এ এন এম ইউসুফ চৌধুরী, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য।
ধারণাপত্র উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার। বক্তব্য রাখেন গাছবাড়ীয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মতিউর রহমান, কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতিম দেব, চুনতি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু নঈম আজাদ, আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রিদওয়ানুল হক, বাঁশখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফারুখ, মাস্টার নজির আহমদ কলেজের অধ্যক্ষ আবদুল কাদের, বাঁশখালী মহিলা কলেজের অধ্যক্ষ মুসা শিকদার, বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল মাহমুদ মোহাম্মদ, বার আউলিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফয়েজ উল্লাহ্, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, খলিলুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব, পশ্চিম পটিয়া এ জে চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জসিম উদ্দীন, মোজাফফরাবাদ যশোদা নগেন্দ্র নন্দী মহিলা কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র ধর, হুলাইন ছালেহ্ নুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, সাতকানিয়া আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ, সাতকানিয়া এম এ মোতালেব ডিগ্রি কলেজের অধ্যক্ষ দিদারুল আলম চৌধুরী, শোভনদন্ডী ডিগ্রি কলেজের অধ্যক্ষ হামিদ হোসেন, খলিল-মীর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এস মিছবাহ উদ্দীন, উত্তর সাতকানিয়া জাফর আহমদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নিলু মণি শর্মা, বিজিসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল হোসেন, কদুরখীল জলিল আম্বিয়া কলেজের অধ্যক্ষ তিলক বরণ দে, বোয়ালখালী হাজী মোহাম্মদ নুরুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কায়সারুল হক, সাতকানিয়া অলি আহমদ বীর বিক্রম কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হোসাইন আহমদ, ধলঘাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জামাল উদ্দীন, মনশা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুল আলম ফারুখী প্রমুখ।
ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সরওয়ার উদ্দীন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরী, এমবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক কামাল উদ্দীন, আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আক্তার, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথ, কম্পিউটার সায়েন্স বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাহউদ্দীন চৌধুরী, জার্নালিজম বিভাগের প্রভাষক রাশিদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।