দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব অধ্যাপক মো. ইসমাইল গত শনিবার সকালে ওয়ার্ড কার্যালয়ে শিশুদের ভিটামিন ‘এ’ খাইয়ে ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, এই ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন চসিক মেডিকেল অফিসার ডা. ইবলুন ইসলাম ও নূরুজ্জামান সান্টু । প্রেস বিজ্ঞপ্তি।