শহর সমাজসেবা কার্যালয়–২, চট্টগ্রাম কর্তৃক বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা, হিজড়া জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তির উপকারভোগীদের লাইভ ভেরিফিকেশন নগরীর ফইল্ল্যাতলী বাজারস্থ ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কার্যালয়ে ১১ ডিসেম্বর সম্পন্ন হয়। সামাজিক নিরাপত্তা কর্মসূচি’র উপকারভোগীদের স্বশরীরে উপস্থিতির মাধ্যমে লাইভ ভেরিফিকেশন কার্যক্রম সরেজমিন প্রত্যক্ষ করেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর।
ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড সচিব মনোতোষ বড়ুয়া ও ওয়ার্ড কার্যালয়ের স্টাফগণ। শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর বলেন, এখন জিটুপি পদ্ধতিতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর মাধমে ভাতার টাকা সরকার ভাতাভোগীর মোবাইল একাউন্টে পৌঁছে দিচ্ছে। ইদানিং ভাতাগ্রহীতার সারল্য ও অসচেতনতার সুযোগে এক শ্রেণির প্রতারক উপকারভোগীর মোবাইল একাউন্ট থেকে টাকা সরিয়ে নিচ্ছে। তিনি এ ধরনের প্রতারণা প্রতিরোধে ভাতাভোগীর মোবাইল একাউন্ট এর পিন কোড ও ওটিপি অন্য কাউকে না জানানোর অনুরোধ করেন। তিনি আরও বলেন শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা–কর্মচারী অথবা ‘নগদ’ কর্মকর্তা–কর্মচারী পরিচয়ে কেউ মোবাইলে কোন তথ্য জানতে চাইলে তা সরবরাহ না করার অনুরোধ জানান। পরে ২০২৪–২০২৫ অর্থ বছরে বর্ধিত কোটায় প্রতিবন্ধী ভাতা, হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা, হিজড়া জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তির অনলাইনে আবেদন সংক্রান্ত নিদের্শিকা ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড ওয়ার্ড সচিব মনোতোষ বড়ুয়ার নিকট হস্তান্তর করেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর। এ সময় পৌর সমাজকর্মী রুপনা মজুমদার, মোসা মৌসুমী আক্তার মিতু, শিশু সুরক্ষা সমাজকর্মী মোঃ তারেক হোসেন, ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড সচিব মনোতোষ বড়ুয়া এবং চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ফারিহা শারমিন, ওয়াহিদা আকতার ও আফরাহ মাইশা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।