দক্ষিণ কাট্টলীতে দীর্ঘদিন ধরে পানি নেই, পানি চাই

| সোমবার , ১৭ মার্চ, ২০২৫ at ৪:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা, পাহাড়তলী থানার অন্তর্গত, ১১নং ওয়ার্ড, সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত দক্ষিণ কাট্টলী গ্রাম। এই গ্রামে অতীতে অনেক পুকুর ছিল এবং বর্তমানে হাতে গোনা মাত্র কয়েকটি পুকুর আছে। বাকীগুলো পুকুর বিলীন হয়ে গেছে। এজন্যে এলাকার জনগণ ওয়াসার উপর নির্ভর করতে হচ্ছে। সাগরিকা রোড, বিটাকের দক্ষিণ পার্শ্বে কলেজ রোড নামক যে, রাস্তাটি গেছে তা হরিমন্দির পর্যন্ত ১৫দিন যাবৎ ওয়াসার পানি নেই বললেই চলে। পানিতো জীবন, পানি না থাকলে কীভাবে মানুষ জীবনকে বাঁচাবে? দূর্গাপাড়া, ধোপাপাড়া, যুধিষ্ঠির মহাজন বাড়ি, ২২ পট, লক্ষ্মী মহাজনে বাড়ি, ভূঁইয়া কলোনী, মামুন কলোনী, সফি কলোনী, শৈল ভবন, সৎসঙ্গ ইউনিট, ইত্যাদি নাম না জানা ৭,৮ ও ১০ ৩লা ভবনগুলোতে দীর্ঘ ১৫ দিন যাবৎ ওয়াসার পানি না থাকায় হতাশা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোড়ালো আবেদন জানাবো, প্রতিদিন না হোক অন্তত সপ্তাহে দুইদিন হলেও পানি দিয়ে এলাকার জনগণকে বাঁচিয়ে রাখুন।

রাজীব হোড় (রাজু)

যুধিষ্ঠির মহাজন বাড়ি, দক্ষিণ কাট্টলী চট্টগ্রাম৪২১৯।

পূর্ববর্তী নিবন্ধইরেন জোলিও-ক্যুরি : নোবেল জয়ী ফরাসী বিজ্ঞানী
পরবর্তী নিবন্ধধর্ষণের বিচার মৃত্যুদণ্ড হোক