দক্ষিণ এশিয়ায় নগর ও গ্রামের চরিত্র উন্নয়নমুখী

অনলাইন বাংলা বইমেলায় বক্তারা

| বুধবার , ১৬ ডিসেম্বর, ২০২০ at ৯:০০ পূর্বাহ্ণ

দক্ষিণ এশিয়ায় নগর ও গ্রামগুলোর চরিত্র উন্নয়নমুখী। আধিপত্যবাদী বা আগ্রাসী নয়। এশিয়ার মানুষ ও জনজীবনের রক্তে সরল ও সহজ অভিব্যক্তির ছাপ রয়েছে। চট্টগ্রাম একাডেমির ফয়েজ-নুরনাহার মিলনায়তনে মাসব্যাপী অনলাইন বাংলা বইমেলার ১৫তম দিন ছিল গতকাল মঙ্গলবার; এদিন ‘দক্ষিণ এশিয়ার কবিতা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন স ম বখতিয়ার। প্রধান আলোচক ছিলেন কবি রিজোয়ান মাহমুদ। আলোচনায় অংশ নেন কবি ইউসুফ মুহাম্মদ। স্বাগত বক্তব্য দেন কবি জিন্নাহ চৌধুরী।
ধন্যবাদ বক্তব্য দেন অনলাইন বাংলা বইমেলা পরিষদের আহ্বায়ক শিশুসাহিত্যিক-সাংবাদিক রাশেদ রউফ। কবি সাঈদুল আরেফীনের সঞ্চালনায় সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি হোসাইন কবির, কায়কোবাদ চৌধুরী, মনজুর আহমেদ, শিপ্রা দাশ, উৎপলকান্তি বড়ুয়া, সুপ্রতিম বড়ুয়া, শাহ আলম নিপু, বাসুদেব খাস্তগীর, মুহাম্মদ জহির, রফিক আহমেদ খান, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, ফারজানা রহমান শিমু, তসলিম খাঁ, এম কামাল উদ্দিন, আজিজ রাহমান, নূর নাহার নিপা, সৈয়দা সেলিমা আক্তার, রাদিয়া আফরীন নাশরাহ্‌, সজল দাশ, শফিকুল আলম, সম্রাট ইউসুফ, কামরুল আনোয়ার চৌধুরী, সবুজ, রায়হান, মাশফি, স্বপন সেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪৪.৪০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধখুলশীতে হেলে পড়া ভবনে বসবাসরতদের দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ