দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে শুরু ইংল্যান্ডের

নারী ওয়ানডে বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৪ অক্টোবর, ২০২৫ at ৬:৩৭ পূর্বাহ্ণ

দুর্দান্ত এক জয়ে উইমেন’স ওয়ানডে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইংল্যান্ড। গতকাল ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত ম্যাচে ১০ উইকেটের বিশাল ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ইংল্যান্ড। স্পিন সহায়ক উইকেটে দক্ষিণ আফ্রিকা টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬৯ রানে গুটিয়ে যায় ২০.৪ ওভারে। এই সংস্করণে যা তাদের তৃতীয় সর্বনিম্ন স্কোর আর ইংল্যান্ডের বিপক্ষে তাদের সর্বনিম্ন। দক্ষিণ আফ্রিকার হয়ে দুই অঙ্কে যেতে পারেন কেবল একজন। সেই সিনালোর ব্যাট থেকে আসে ২২ রান। ইংল্যান্ডের পক্ষে মাত্র ৭ রানে ৩ উইকেট নিয়েছেন স্মিথ। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন সিভারব্রান্ট, এক্লেস্টোন এবং ডিন । নতুন বল হাতে নিয়ে স্মিথ তার প্রথম তিন ওভারে একে একে ফিরিয়ে দেন ছন্দে থাকা তিন ব্যাটার লরা উলভার্ট, তাজমিন ব্রিটস ও মারিজান ক্যাপকে। ওয়ানডেতে একই ইনিংসে এই তিন জনকে আউট করা প্রথম বোলার তিনিই। বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুটি সেঞ্চুরি করেছিলেন ব্রিটস, উলভার্ট ও ক্যাপ সেঞ্চুরি করেছিলেন একটি করে। বিশ্বকাপের প্রথম ম্যাচে এই তিন জনের সম্মিলিত রান ১৪। তাদের আসাযাওয়ার মাঝে সুনে লিসের উইকেট নেন পেসার লরেন বেল। সিভারব্রান্ট আক্রমণে আসেন নবম ওভারে। প্রথম বলেই তার শিকার আনেকা বশ। নিজের পরের ওভারে প্রথম বলে আরেকটি উইকেট নেন তিনি। একাদশ ওভারে ৩৮ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা দক্ষিণ আফ্রিকা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার বোলারদের পাত্তা দেননি অ্যামি জোন্স ও ট্যামি বাউমন্ট। ৫০ বলে ৬ চারের সাহায্যে ৪০ রানে অপরাজিত থাকেন জোন্স। আরেক ওপেনার বাউমন্ট অপরাজিত থাকেন ২১ রান করে।

পূর্ববর্তী নিবন্ধ২০২৬ ফুটবল বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’ উন্মোচন করলো ফিফা
পরবর্তী নিবন্ধমারুফার বোলিংয়ে মুগ্ধ মালিঙ্গা ফেসবুকে পোস্ট করেছে ভিডিও