দক্ষিণ আগ্রাবাদ পূজা পরিষদের পুনর্মিলনী অনুষ্ঠান

| বৃহস্পতিবার , ১৮ মার্চ, ২০২১ at ১০:৩৬ পূর্বাহ্ণ

দক্ষিণ আগ্রাবাদ পূজা উদ্‌যাপন পরিষদের পূজা পুনর্মিলনী অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সমপ্রতি নগরীর আগ্রাবাদ ছোটপুলে অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল- বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ওষুধ ও চশমা প্রদান, দুস্থদের মাঝে সেলাই মেশিন ও কম্বল বিতরণ, সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। দক্ষিণ আগ্রাবাদ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ডা. অঞ্জন কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু। প্রধান বক্তা ছিলেন বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ। সংবর্ধিত অতিথি ছিলেন ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর জাফরুল হায়দার চৌধুরী সবুজ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর বেগম আফরোজা কালাম, ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন, পরিষদের উপদেষ্টা লায়ন ডা. নারায়ণ দেবনাথের সার্বিক সহযোগিতায় এবং রয়েল কমিউনিটি চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের তত্ত্বাবধানের চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ওষুধ বিতরণ ও প্রয়োজনীয় চশমা প্রদান করা হয়। পরিষদের সাধারণ সম্পাদক ঝুন্টু শীলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, অনিল কুমার শীল, দোলন মজুমদার, অধ্যক্ষ শুকদেব রুদ্র, বাদল কর্মকার, সরজিত দাশগুপ্ত, রাজীব শর্মা, বিপ্লব শীল, নির্ঝর শীল অপু, তনয়রাজ মজুমদার, তিতাশ শীল, ছোটন দাশ, নয়ন শীল প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সুমন সেন, সনাতন দাশ, সানি ধর, বিজয় দেবনাথ, হৃদিতা শেখর হৃদি, পূর্ণিমা চক্রবর্ত্তী, বিমুগ্ধা বিশ্বাস ধুতি এবং নৃত্য পরিবেশন করেন সুষ্মিতা শিকদার, অবন্তিকা শেখর পিউ ও অহনা দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে ২৫ কেজি জেলিযুক্ত গলদা চিংড়ি জব্দ
পরবর্তী নিবন্ধমেয়েকে নিয়ে কক্সবাজারে বাঁধনের জেট স্কি