দক্ষতা অর্জনের চেয়েও তার প্রয়োগ গুরুত্বপূর্ণ

প্রিমিয়ার ভার্সিটিতে এডজ প্রকল্প উদ্বোধনে অনুপম সেন

| বৃহস্পতিবার , ২৮ নভেম্বর, ২০২৪ at ৭:১১ পূর্বাহ্ণ

চতুর্থ শিল্প বিপ্লবের জন্য উপযুক্ত দক্ষ মানবসম্পদ গড়ে তোলা; উদ্ভাবন, গবেষণা ও আইসিটি শিল্প উন্নয়নের মাধ্যমে ডিজিটাল অর্থনীতি গড়ে তোলা এবং নাগরিকদের ডিজিটাল সাক্ষরতা প্রদানের লক্ষ্যে সরকারের আইসিটি ডিভিশন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং চুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) যৌথ উদ্যোগেEnhanching Digtal Government & Economy (EDGE) প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির সহযোগিতায় এ প্রকল্পের অধীনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রকৌশল শিক্ষার্থীদের বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার এবং নতুন প্রযুক্তি আবিস্কারে দক্ষ করে তোলার লক্ষ্যে ইনসেপশন প্রোগ্রাম অব ডিজিটাল স্কিলস ট্রেনিং শুরু হয়েছে।

গত ২৫ নভেম্বর প্রিমিয়ার ইউনিভার্সিটি কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ প্রোগ্রামের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্ব অনেক দূর এগিয়ে গেছে। বাংলাদেশ নানান সীমাবদ্ধতার কারণে এখনো সেই তুলনায় পিছিয়ে। নতুন অনেক প্রযুক্তি আবিষ্কৃত হচ্ছে, যা আমাদের শিক্ষার্থীদের শেখা প্রয়োজন। তবে মনে রাখতে হবে, জ্ঞান ও দক্ষতা অর্জনের চেয়েও তার প্রয়োগই গুরুত্বপূর্ণ। কেবল দক্ষতা শিখলেই হবে না। দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেকে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের শিক্ষার্থীদের। এডজআইসিটি চুয়েট ডিএসটির কোঅর্ডিনেটর এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার সায়েন্স বিভাগের প্রফেসর ড. এম মশিউল হক এতে সভাপতিত্ব করেন। তিনি বলেন, আগামীর বিশ্ব হতে যাচ্ছে মেটাভার্সের। রোবোটিঙ, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মিঙ রিয়েলিটি, মেশিন লার্নিংএসব না জেনে প্রযুক্তিক্ষেত্রে কোনভাবেই আমরা এগিয়ে যেতে পারবো না। বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে অত্যাধুনিক এসব প্রযুক্তির দক্ষতা ছড়িয়ে দিতেই এ কর্মশালার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, ট্রেজারার প্রফেসর ড. তৌফিক সাঈদ, রেজিস্ট্রার (ইনচার্জ) মোহাম্মদ ইফতেখার মনির এবং ডিলিগাইট লি. এর চিফ এক্সিকিউটিভ অফিসার মোশাররফ হোসেন। প্রিমিয়ার ইউনিভার্সিটির সহযোগিতায় এ প্রকল্পে প্রতি ব্যাচে ৩০ জন করে মোট ১২০ জন শিক্ষার্থীকে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও আবিষ্কার সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হবে। অনুষ্ঠানে এ সংক্রান্ত একটি চুক্তি সাক্ষরিত হয়। এডজআইসিটি চুয়েট ডিএসটির পক্ষে কোঅর্ডিনেটর প্রফেসর ড. এম মশিউল হক এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি পক্ষে রেজিস্ট্রার (ইনচার্জ) মোহাম্মদ ইফতেখার মনির এ চুক্তি সাক্ষর করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউতে ‘কানেক্টিং উইথ সি-সুইট’ সিরিজের ৩য় পর্ব
পরবর্তী নিবন্ধআজিম-হাকিম স্কুলে ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ