দইজ্যার চরে আসবো মহেশখালীর মিষ্টি পান খেতে

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী

মহেশখালী প্রতিনিধি | বুধবার , ১২ জুন, ২০২৪ at ৭:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীর মিষ্টি পান জিআই স্বীকৃতি না পেলেও প্রধানমন্ত্রীর মুখে ‘মহেশখালীর মিষ্টি পান’ খাওয়ার আগ্রহের কথা শুনে প্রভূত আনন্দ পেয়েছেন দ্বীপবাসী। গতকাল মঙ্গলবার নিজ কার্যালয়ে আয়োজিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ভাদিতলা আশ্রয়ণ প্রকল্প উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, ‘দইজ্যার চরে আসবো মহেশখালীর মিষ্টি পান খেতে’।

এ সময় এ প্রান্তে উপস্থিত ছিলেন, মহেশখালীকুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, রামুকক্সবাজার আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক মেয়র মুজিবুর রহমান প্রমুখ।

এ ব্যাপারে জানতে চাইলে মহেশখালীকুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, ২০২৩ সালের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী মাতারবাড়ীর আই লাভ ইউ টু প্রকল্প উদ্বোধন, গভীর সমুদ্র বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বেশ কিছু মেগা প্রকল্প উদ্বোধন করেন। এর পূর্বেও তিনি কক্সবাজারে এসে এখানকার শুটকি দিয়ে ভাত খাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। এবার প্রধানমন্ত্রী আসলে আমরা আগে থেকেই শুটকির পাশাপাশি মহেশখালীর মিষ্টি পান রেডি করে রাখবো। তিনি কক্সবাজারের মানুষকে ভালবাসেন বলে এমন আগ্রহটি প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ
পরবর্তী নিবন্ধরাতদিন টুংটাং শব্দে মুখর কামারপাড়া