থেমে গেলেন ডোয়াইন ব্রাভোটুর্নামেন্ট শুরুর আগেই ডোয়াইন ব্রাভো ঘোষণা দিয়েছিলেন, এবারই শেষ। কিন্তু শেষ আসরও পুরোপুরি শেষ করতে পারলেন না তিনি। চোটের কারণে এই অলরাউন্ডারকে থামতে হলো আগেভাগেই। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলোয়াড়ি অধ্যায় চুকেবুকে গেল টুর্নামেন্টের সফলতম ক্রিকেটারের। ত্রিনিদাদে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ম্যাচের সপ্তম ওভারে ফাফ দু প্লেসির ক্যাচ নিতে গিয়ে চোট পান ব্রাভো। সেদিন আর বোলিং করতে পারেননি তিনি। পরে ব্যাটিংয়ে নামেন ১১ নম্বরে। কিন্তু দুটি বল খেলার পর আবার বাইরে চলে যেতে বাধ্য হন ৪১ ছুঁইছুই বয়সী অলরাউন্ডার। মাঠ ছেড়ে যাওয়ার সময় চোখের পানি সামলাতে হিমশিম খাচ্ছিলেন ব্রাভো। সম্ভাব্য পরিণতি তিনি তখনই বুঝতে পেরেছিলেন। পরে সেটিই নিশ্চিত হয়েছে। এই চোট তাকে আর ফিরতে দিচ্ছে না মাঠে। ব্রাভোর বিদায়ের সমাপ্তি হলো সিপিএলের সবচেয়ে গৌরবময় অধ্যায়ের। সর্বোচ্চ পাঁচবার সিপিএল জয়ের স্বাদ পেয়েছেন তিনি। ত্রিনবাগোর হয়েই জিতেছেন তিনবার। অধিনায়ক হিসেবে চারবার জয়ের রেকর্ডও তার। ২০১৭ ও ২০১৮ আসলে ত্রিনবাগোকে পিঠেপিঠি আসরে শিরোপা জয়ে নেতৃত্ব দেওয়ার পর তার অধিনায়কত্বেই ২০২১ আসরে প্রথম চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। ১০৭ ম্যাচে ১২৯ উইকেট নিয়ে সিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার তিনি। ব্যাট হাতে রান করেছেন ১২৯.৩৩ স্ট্রাইক রেটে ১ হাজার ১৫৫। ১০০ উইকেট ও ১ হাজার রানের ‘ডাবল’ সিপিএলে এখনও পর্যন্ত নেই আর কারও। আগেই বিদায়ের ঘোষণা দেওয়ায় এবার টুর্নামেন্ট জুড়েই আবেগের জোয়ারে ভেসেছেন তিনি। বিভিন্ন মাঠে নানা ম্যাচে দর্শক, এমনকি প্রতিপক্ষের কাছ থেকেও বিদায়ী সম্ভাষণ পেয়েছেন। নিজ দল থেকে নানা আয়োজন তো ছিলই। কিন্তু শেষটা প্রত্যাশিত হলো না। ম্যাচ শেষে আবেগময় বার্তায় তাকে বিদায় জানান ত্রিনবাগো অধিনায়ক ও আরেক কিংবদন্তি কাইরন পোলার্ড। বিদায়ী ম্যাচে ব্রাভোর প্রতিপক্ষ অধিনায়ক ও নানা সময়ে নানা দলের কখনও সতীর্থ, কখনও প্রতিপক্ষ ফাফ দু প্লেসি বিদায় বেলায় স্তুতিতে ভাসান তাকে।
‘ব্রাভোকে এভাবে শেষ করতে দেখাটা দুঃখজনক। সে এমন একজন, যার প্রতি আমার মুগ্ধতা অনেক অনেক দিনের। সিপিএলে তার শেষ মনে হয় হয়েই গেল। স্রেফ বলতে চাই দারুণ ক্রিকেটার, দুর্দান্ত ক্যারিয়ার, অসাধারণ এক মানুষ! সে যা করেছে ক্রিকেটে, তার দেশের মানুষের গর্ব হওয়া উচিত তাকে নিয়ে। ক্যারিবিয়ানের সবার জন্য সে অনেক কিছু করেছে।’