লোহাগাড়ায় লুট হওয়ায় একটি গ্যাসগান ও ১৭টি টিয়ারশেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কলাউজান তেলিপাড়ায় নাজির হোসেনের বসতভিটা থেকে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গতকাল সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে নাজির হোসেনের বসতঘরের পাশে গর্তের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্যাসগান ও ১৭টি টিয়ারসেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
নাজির হোসেন জানান, দীর্ঘদিন যাবত তিনি সপরিবারে চট্টগ্রাম নগরে বসবাস করেন। সেখানে টেম্পো চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সম্প্রতি নিজ এলাকায় সেমিপাকা বাড়ি করেন। দুই দিন আগে তিনি গ্রামের বাড়িতে যান। বাড়ির পাশে ট্যাংক করার জন্য শ্রমিকরা মাটি খুঁড়ে গর্ত করছিলেন। এ সময় গ্যাসগান ও টিয়ারশেলগুলো দেখতে পেয়ে শ্রমিকরা বিষয়টি অবগত করলে ৯৯৯–এ ফোন করে পুলিশকে জানানো হয়েছে।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, উদ্ধার হওয়া গ্যাসগান ও টিয়ারশেলগুলো সরকারি সম্পত্তি। এগুলো থানা থেকে আগে লুট হওয়া অস্ত্র ও সরঞ্জাম। এ ব্যাপারে যাচাই–বাচাই করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।