থানা থেকে লুট করা অস্ত্র ও মালামাল ফিরিয়ে দিতে লোহাগাড়ার ওসির বিশেষ অনুরোধ

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ১৭ আগস্ট, ২০২৪ at ১:৩৬ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশের গুলিতে প্রাণহানি হয় শতশত ছাত্র-জনতার।

এসব ঘটনার জের ধরে শেষ তিন দিন (শেখ হাসিনা সরকারের পতনের আগে-পরে) থানা, ফাঁড়িসহ পুলিশের বেশ কিছু স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

তারই ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট ছাত্র-জনতার আন্দোলনের তীব্রতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পুজি করে ৫ই আগষ্ট বিকেলে একদল দূর্বৃত্ত চট্টগ্রামের লোহাগাড়া থানায় অগ্নিসংযোগ/ভাংচুর করে অস্ত্র গোলাবারুদ, বিভিন্ন মামলার আলামতের গাড়ি, আসবাবপত্র, সরকারী গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়, এসব মালামাল ফিরিয়ে দিতে বিশেষ অনুরোধ করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওসি বলেন, প্রিয় লোহাগাড়াবাসী আসসালামু আলাইকুম, গত ৫/৮/২০২৪ খ্রিঃ তারিখ দূর্বৃত্ত কর্তৃক থানায় অগ্নিসংযোগ/ভাংচুর করে অস্ত্র গোলাবারুদ, বিভিন্ন মামলার আলামতের গাড়ি, আসবাবপত্র, সরকারী গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই অনেকেই বেশকিছু অস্ত্র/ গোলাবারুদসহ জিনিসপত্র ফেরত প্রদান করেছেন। আরো অনেকেই সরকারী অস্ত্র গোলাবারুদ/মালামাল নিজ হেফাজতে রেখেছেন।

এমতাবস্থায় কারো কাছে উক্তরুপ অস্ত্র/ গোলাবারুদ/ মালামাল থেকে থাকলে দ্রুত থানায় জমা প্রদানের জন্য / থানায় জমা প্রদানে সংকোচ থাকলে স্থানীয় জনপ্রতিনিধির নিকট জমা প্রদানের জন্য অনুরোধ করা হল।

অন্যথায় পরবর্তীতে উক্ত বিষয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধমৌমিতা ধর্ষণকারীর বিচারের দাবিতে চট্টগ্রামে ‘রাত দখল করো’ কর্মসূচি
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় কাজ শেষ করার একদিন পরই ভেঙে গেল নালা