বান্দরবানের থানচিতে যৌথ বাহিনীর অভিযানে চার কোটি টাকা মূল্যের নিষিদ্ধ আফিমসহ এক পাহাড়ী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মউসিং ত্রিপুরা (৩২)। তিনি তীন্দু ইউনিয়নের মাংলং হেডম্যান পাড়ার বাসিন্দার অনথহা ত্রিপুরার পুত্র। গত শনিবার সন্ধ্যায় হেডম্যানপাড়া সাঙ্গু ব্রিকফিল্ড সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার থানচি উপজেলার সদর ইউনিয়নের হেডম্যানপাড়া সাঙ্গু ব্রিকফিল্ড সংলগ্ন এলাকায় অভিযান চালায় র্যাব ও বিজিবির যৌথ বাহিনী। এসময় মউসিং ত্রিপুরা নামের পাহাড়ী ওই মাদক ব্যবসায়ীকে আটক করে যৌথ বাহিনী। এসময় তার কাছ থেকে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ৩ কেজি ৮৫০ গ্রাম আফিম উদ্ধার করা হয়। উদ্ধাকৃত আফিমের বাজারমূল্য আনুমানিক প্রায় চার কোটি টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে শনিবার সন্ধ্যায় আটককৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানচি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম র্যাব-৭ এর কর্মকর্তা মেজর মুসফিকুর রহমান জানান, মাদকের একটি বড় চালান হাতবদলের খবর পেয়ে অভিযান চালানো হয় থানচিতে। অভিযানে ওই বিপুল আফিমসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ও মাদক থানচি থানায় হস্তান্তর করা হয়েছে।