থাইল্যান্ডে হাজারো মৃত মাছে ছেয়ে গেছে সৈকত

| রবিবার , ২৫ জুন, ২০২৩ at ৫:১৭ পূর্বাহ্ণ

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় চুম্ফোন প্রদেশের চার কিলোমিটার বিস্তীর্ণ সমুদ্র সৈকতে হাজার হাজার মৃত মাছ ভেসে উঠেছে। বিশেষজ্ঞরা ঘটনার জন্য জলবায়ু পরিবর্তনই দায়ী বলে মনে করছেন। সিএনএন জানায়, কাসেটসার্ট ইউনিভার্সিটির ফিশারিজ অনুষদের ডেপুটি ডিন থন থামরংনাওয়াসাওয়াত বলছেন, সমুদ্রে ‘প্ল্যাঙ্কটন ব্লুম’এর কারণে এত বেশি মাছের মৃত্যু হয়েছে। তিনি বলেন, প্ল্যাঙ্কটন ব্লুম হচ্ছে একটি প্রাকৃতিক ঘটনা; যার কারণে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং এর অভাবে মাছ মারা যেতে থাকে। কোরাল ক্ষয় থেকে শুরু করে প্ল্যাঙ্কটন ব্লুমের মতো বেশ কিছু প্রাকৃতিক ঘটনা হাজার হাজার বছর থেকে লক্ষ বছরে প্রকৃতিগতভাবেই ঘটে থাকে। খবর বিডিনিউজের। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব উষ্ণায়ন হলে ওই ধরনের প্রাকৃতিক ঘটনা ঘটার প্রবণতা বেড়ে যায় এবং তা ঘন ঘনই ঘটতে থাকে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, প্ল্যাঙ্কটন ব্লুম বছরে দুই একবার ঘটে এবং সাধারণত দুইতিনদিন থাকে। এ বিষয়টি আরও বিচারবিশ্লেষণ করে দেখার জন্য কর্মকর্তারা সাগরের পানি সংগ্রহ করেছেন। এবছর বিশ্বজুড়েই সাগরের পানির তাপমাত্রা নিয়ে উদ্বেগ বেড়েছে। ব্রিটিশ আবহাওয়া দপ্তরের হিসাব অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠের বৈশ্বিক তাপমাত্রা গত এপ্রিল এবং মে মাসে সর্বোচ্চ রেকর্ড গড়েছে। এল নিনো এবং মনুষ্যসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন হয়েছে। এ মাসে টেঙাসের সৈকতগুলোও হাজার হাজার মরা মাছে ছেয়ে গেছে। তাপমাত্রা বাড়তে থাকলে ব্রিটিশ উপকূল বরাবর এলাকা শৈবালে ছেয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

পূর্ববর্তী নিবন্ধওয়াগনারের বিদ্রোহ নিয়ে জেলেনস্কির মন্তব্য : রাশিয়ার দুর্বলতা স্পষ্ট
পরবর্তী নিবন্ধওয়াগনার গ্রুপ কী, তাতে আছে কারা, করে কী?