থাইল্যান্ডে ক্যাসিনো সেলিমের ১৩ কোটি টাকা পাচার

| সোমবার , ১২ অক্টোবর, ২০২০ at ৪:৫৪ পূর্বাহ্ণ

অনলাইন জুয়ার কারবারি সেলিম প্রধান দেশ থেকে ১৩ কোটি টাকা থাইল্যান্ডে পাচার করেছেন বলে প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার মালিকানায় থাইল্যান্ডে প্রধান গ্লোবাল ট্রেডিং, এশিয়া ইউনাইটেড এন্টারটেন্ট মেন্টলি, তমা হোম পাতায়া কোং লিমিটেডসহ সাতটি কোম্পানির নথিও পেয়েছে। গতকাল রোববার দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার বলেন, সেলিম প্রধানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের হওয়ার মামলার তদন্তে এসব অবৈধ সম্পদ ও পাচারের প্রমাণ পাওয়া গেছে।
থাইল্যান্ডের ব্যাংকক ব্যাংক, দি সায়েম কর্মাশিয়াল ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে সেলিম প্রধান ২০ কোটির
টাকার বেশি ‘অবৈধ’ লেনদেন করেছেন বলেও তথ্য প্রমাণ পাওয়ার কথা জানান তিনি। এর আগে গত ১০ সেপ্টেম্বর সেলিম প্রধানের নামে ২৭ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়ে অনুরোধ জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও তদন্ত কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান। খবর বিডিনিউজের।
গত বছরের ২৭ অক্টোবর অবৈধ কারবারের মাধ্যমে ১২ কোটি ২৭ লাখ ৯৫ হাজার ৭৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সেলিম প্রধানের বিরুদ্ধে মামলা করে দুদক। এরপরই সেলিম প্রধানকে সাত দিনের রিমান্ডে পেয়ে জিজ্ঞাসাবাদও করে তদন্ত কর্মকর্তা।
সেলিম প্রধান ‘প্রধান গ্রুপ’ নামে একটি ব্যবসায়ী গ্রুপের চেয়ারম্যান। এই গ্রুপের অধীনে পি২৪ গেইমিং নামের একটি কোম্পানি আছে, যারা রীতিমত ওয়েবসাইটে ঘোষণা দিয়ে ক্যাসিনো ও অনলাইন ক্যাসিনোর কারবার চালিয়ে আসছিল।

পূর্ববর্তী নিবন্ধচালুর চার বছর পর বিএমডিসির স্বীকৃতি পেল চসিকের ম্যাটস কোর্স
পরবর্তী নিবন্ধগাড়ি ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেপ্তার প্রাইভেট কার উদ্ধার