ত্রিপিটক রিসার্চ সোসাইটির সাধারণ সভা গত ২১ নভেম্বর নগরীর চেরাগী পাহাড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি লায়ন তমাল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রাক্তন সভাপতি উজ্জ্বল বড়ুয়া বাসু, সাধারণ সম্পাদক সুজন মুৎসুদ্দী, প্রিটুল বড়ুয়া, সৈকত বড়ুয়া, রনি বড়ুয়া, উপদেশ বড়ুয়া, সৌমেন বড়ুয়া, সুমিতা বড়ুয়া, সুমনা বড়ুয়া প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে লায়ন তমাল কান্তি বড়ুয়াকে সভাপতি, জুয়েল বড়ুয়াকে সাধারণ সম্পাদক ও রুবেল বড়ুয়াকে অর্থ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ত্রিপিটক রিসার্চ সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন : প্রধান পৃষ্ঠপোষক ভদন্ত মুদিতারত্ন ভিক্ষু, সিনিয়র সহ–সভাপতি প্রিটুল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক উপদেশ বড়ুয়া, ধর্মীয় সম্পাদক সিবক শ্রামন (বাসুদেব বড়ুয়া), প্রচার সম্পাদক সোমা বড়ুয়া রিমি, মহিলা বিষয়ক সম্পাদিকা সুমিতা বড়ুয়া (১), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মৌমিতা বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক পারমিতা বড়ুয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অঞ্জন সিংহ প্রভাত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনি বড়ুয়া, সমাজকল্যাণ সম্পাদক শৈবাল বড়ুয়া, আপ্যায়ন সম্পাদক হ্যাপি বড়ুয়া, হিসাব নিরীক্ষক সম্পাদক ডা. সুপ্তম বড়ুয়া, ক্রীড়া সম্পাদক মামুন বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।












