ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৫ নভেম্বর, ২০২৫ at ৮:২২ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ সামনে রেখে ঢাকায় ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজ হতে যাচ্ছে। বাংলাদেশ ছাড়াও অন্য দুটি দল হলো আজারবাইজান ও মালয়েশিয়া। সিরিজকে সামনে রেখে থাইল্যান্ডে খেলা ঋতুপর্ণা চাকমাসহ আগের ২৩ জনকে নিয়ে বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘এখানে খেলা শেষ করে মেয়েরা আবার চট্টগ্রাম ফিরে যাবে। তারপর মালয়েশিয়ায় সিনিয়র ও অনূর্ধ্ব২০ দল একসঙ্গে ট্রেনিংয়ে যাবে। মালয়েশিয়া জাতীয় ও ক্লাব দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে।’বাংলাদেশ দল: রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী, নবীরন খাতুন, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মামনি চাকমা, শামসুন্নাহার সিনিয়র, হালিমা আক্তার, জয়নব বিবি, শিউলি আজিম, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী, উমহেলা মারমা, শাহেদা আক্তার, মোসাম্মত সুলতানা, মোসাম্মত সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা ও সিনহা জাহান।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না খেলোয়াড়রা : এনএসসি
পরবর্তী নিবন্ধএনসিএলে সিলেটের কাছে হারলো চট্টগ্রাম