ত্রিতরঙ্গের মাতৃভাষা দিবস সম্মাননা ও বসন্ত উৎসব

চল্লিশ বছর পূর্তি

| শনিবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৫৮ পূর্বাহ্ণ

সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গের ৪০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে গতকাল শুক্রবার সংগঠনের নাসিরাবাদ কার্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্মাননা ও বসন্ত উৎসব। উৎসব কমিটির চেয়ারম্যান ওসমান গনি মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কবি ড. মোহীত উল আলম। বিশেষ অতিথি ছিলেন পিডিবি চট্টগ্রাম বিভাগের প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম। অনুষ্ঠানে বাংলাদেশভারত ও কানাডা থেকে আট গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন বাংলাদেশ থেকে ড. মাহবুবুল হক, কবি এলিজাবেথ আরিফা মোবাশশিরা, প্রকৌশলী লিয়াকত হোসেন ভূঁইয়া, কবি কমরে আলম, ভারত থেকে ডা. পার্থসারথী মুখার্জি, নাট্যজন সত্যকাম বাগচি, কবি বিধায়ক ভট্টাচার্য এবং কানাডা থেকে মুনিরা সুলতানা মিলি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিতরঙ্গের মহাসচিব শাওন পান্থ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মোহীত উল আলম তার বক্তব্যে বলেন, একটি সংগঠনের চল্লিশ বছর টিকে থাকা চারটিখানি কথা নয়। সেখানে ত্রিতরঙ্গ অনেক ভালোভাবে টগবগে যুবক হিসেবে টিকে আছে। তাই অভিনন্দন ত্রিতরঙ্গকে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে এনগেজমেন্ট অন লেমন প্রসেসিং বিষয়ক কর্মশালা
পরবর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে