ত্রয়োদশ ফররুখ স্মৃতি পুরস্কারে ভূষিত কথাসাহিত্যিক বুলবুল সরওয়ার

| রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ at ৭:৫১ পূর্বাহ্ণ

রেনেসাঁর কবি ফররুখ আহমদের নামাঙ্কিত ও চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র প্রবর্তিত ত্রয়োদশ ‘ফররুখ স্মৃতি পুরস্কার ২০২৩’ পেয়েছেন ‘ঝিলাম নদীর দেশ’ রচয়িতা প্রখ্যাত ভ্রমণকাহিনী লেখক কবি ও কথাশিল্পী বুলবুল সরওয়ার। ইতিহাসনির্ভর ভ্রমণ কাহিনীতে বৈশ্বিক চিন্তার শৈল্পিক অবতারণা, কাব্য, কথাসাহিত্য ও অনুবাদ চর্চায় ঐতিহ্যানুসন্ধান, লালন এবং মরমে পৌঁছানোর অনন্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

গত শুক্রবার বিকাল তিনটায় রাজধানীর বারিধারায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে বুলবুল সরওয়ারের হাতে উক্ত পুরস্কারের ক্রেস্ট, সার্টিফিকেট ও এক লক্ষ টাকা সমমূল্যের চেক তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর ন্যাশনাল কালচারের (সিএনসি) নির্বাহী পরিচালক মাহবুবুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও নিরাপত্তা বিশ্লেষক আশরাফ আল দীন, অধ্যাপক মহিউদ্দিন আবু তাহের।

চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের সভাপতি সংস্কৃতিজন আমীরুল ইসলামের সভাপতিত্বে ও সচিব ইসমাইল চৌধুরীর পরিচালনায় ঘরোয়া পরিসরে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কবিপত্নী দিলরুবা মনোয়ার, শিল্পী মুহাম্মদ জামালুদ্দিন, শিল্পী ইকবাল চৌধুরী, গল্পকার আবু সাঈদ হাননান, কবিকন্যা আয়েশা তাজিন মাশরুবা, কবিপুত্র আয়হান নাভিদ নওরোজ, সংগঠক আহসান হাবিব, মিজানুর রহমান জাবেদ, কবি মমতাজ উদ্দিন, সংস্কৃতি সংগঠক আফতাব তুহিন, হানিফ মজুমদার, আবদুস সামাদ রাজু, দেলোয়ার হোসেন ও বেগম মহিউদ্দিন তাহের প্রমুখ। অনুষ্ঠানে আলোচকবৃন্দ বুলবুল সরওয়ারের সাহিত্যচিন্তা, অভিনিবেশ ও অবদানের নানা দিক তুলে ধরার পাশাপাশি বর্তমানে অসুস্থ কবির সুস্থতার জন্য প্রার্থনা করেন। প্রতি দু’বছর পর বিশিষ্ট অবদানের জন্য কোন জাতীয় ব্যক্তিত্ব এ পুরস্কার লাভ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধই-কমার্সে ব্যবসার পরিধি বাড়ে
পরবর্তী নিবন্ধ‘মতবিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে’