তৌসিফ জানেন না বিয়ের পাত্রী তানজিন তিশা!

| বুধবার , ২৯ জুন, ২০২২ at ১১:১০ পূর্বাহ্ণ

আসিফ বিদেশ থেকে পড়াশুনা করে মাত্র দেশের মাটিতে পা রাখলো। বিমানবন্দর থেকে বাবার সঙ্গে বাসার গেটে আসতেই বাজতে শুরু করলো ব্যান্ড পার্টি! রীতিমতো ঘাবড়ে গেল আসিফ। তবে কি তার অজান্তেই বিয়ের পাত্রী আর আয়োজন সব ঠিক করে রেখেছে তার পরিবার! আজই কি বিয়ে? তাহলে পাত্রী কে?

বিয়ে নিয়ে মজার ও বিস্ময়কর এমন গল্প লিখেছেন গীতিকবি স্নেহাশীষ ঘোষ। আর সেটি নিয়ে ঈদের নাটক ‘ওয়েডিং ডায়েরি’ নির্মাণ করলেন রাফাত মজুমদার রিংকু। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। খবর বাংলানিউজের।

নির্মাতা রিংকু জানান, নাটকটির শুরুটা ব্যান্ড পার্টি দিয়ে হলেও গল্পের গভীরতা অনেক। কারণ, এই গল্পের নায়ক আসিফের পাত্রী হিসেবে যুক্ত হয় স্বাধীনচেতা দেশপ্রেমী প্রীতি। যে এখনই বিয়ের জন্য প্রস্তুত নন এবং করলেও দেশ ছাড়তে নারাজ। যদিও গল্পের শেষটাতে থাকছে অন্যরকম চমক আর নানা পারিবারিক জটিলতা। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘ওয়েডিং ডায়েরি’ আসছে কোরবানির ঈদে উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

পূর্ববর্তী নিবন্ধ‘ব্যাকস্ট্রিট বয়েজ’ আবার আসছে সামনে
পরবর্তী নিবন্ধশাকিব খানের স্বপ্নপূরণ