এই মুহূর্তে দেশের গুণী অভিনেতার তালিকা করলে অনায়াসে উপরের দিকে স্থান পাবে ফজলুর রহমান বাবু। পর্দার দাপুটে এই অভিনেতা সমানতালে দর্শকদের বিনোদন দিয়ে যাচ্ছেন। বলার অপেক্ষা রাখে না, যেকোনো চরিত্রেই তিনি মানানসই। তাঁর অভিনয় কখনো দর্শকদের মনে দাগ কাটে, কখনো কাঁদায়, কখনো হাসায়, শিক্ষা দেয়। নানা ব্যতিক্রমী চরিত্রের অভিনয়ই তাঁর শক্তি। পরীক্ষিত এই অভিনেতার গতকাল সোমবার ছিল জন্মদিন। ফেসবুকে শুভেচ্ছায় ভাসছেন এই তারকা। এসব শুভেচ্ছা বার্তায় চোখ আটকে যায় একটি স্ট্যাটাসে। স্ট্যাটাসটি লিখেছেন তাঁর স্ত্রী। তারকা স্বামীকে নিয়ে কী লিখেছেন তিনি? গতকাল ‘জামদানি’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন অভিনেতা ফজলুর রহমান বাবু। সকাল থেকে অনেক রাত পর্যন্ত শুটিং গড়ায়। এদিকে বাসায় তাঁর ফেরার অপেক্ষায় ছিলেন স্ত্রী কাজী রুকসানা। একসময় রাত গভীর হতে থাকে। বাসা থেকে স্বামীকে খুদে বার্তা পাঠান। তিনি স্বামীকে লিখেন, ‘শুভ জন্মদিন। সুখী মানুষ। রাত আড়াইটা বাজে। তোমার জন্য এইমাত্র ইলিশ মাছ রান্না করে বসে আছি। কেক কাটব। তোমার প্রিয় ইলিশ মাছ দিয়ে ভাত খাবে, তাড়াতাড়ি শুটিং শেষ করে বাসায় আসো। ইতি তোমার বউ।’ স্ত্রীর এমন ভালোবাসার বার্তাটি ফজলুর রহমান বাবু নিজেই ভক্তদের সঙ্গে ফেসবুকে ভাগাভাগি করেছেন। সেখানে অভিনেতা মন্তব্যও করেছেন ধন্যবাদ রুমা’।
শৈশবে ফজলুর রহমান বাবুর মঞ্চে অভিনয়ের হাতেখড়ি। দিন যত এগোতে থাকে, ততই অভিনয়ের প্রতি তাঁর ভালোবাসা বাড়তে থাকে। কিন্তু মঞ্চনাটক করে তো আর খেয়েপরে বাঁচা যাবে না। বাধ্য হয়েই তাই সরকারি একটি ব্যাংকে যোগদান করেন। ২০ বছর চাকরি ও অভিনয় একসঙ্গে সামলেছেন। কিন্তু মনটা তাঁর সব সময় অভিনয়েই পড়ে থাকত। একসময় সিদ্ধান্ত নিলেন চাকরি ছেড়ে দেবেন। যে কথা সেই কাজ। তিনি ২০০৬ সালে চাকরি ছেড়ে নিয়মিত অভিনয় শুরু করেন।