সংগীতের অস্কার খ্যাত গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়ে সেটি যুক্তরাষ্ট্রের অভিবাসীদের উৎসর্গ করেছেন কলম্বিয়ার গায়িকা শাকিরা। খবর বিডিনিউজের। ভ্যারাইটি লিখেছে লাস মুজেরেস ইয়া নো ল্লোরান অ্যালবামের জন্য শ্রেষ্ঠ ল্যাটিন পপ অ্যালবাম শাখায় পুরস্কার পেয়েছেন শাকিরা, আর এ নিয়ে চতুর্থবার গ্র্যামি জিতলেন তিনি। লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টোডটকম অ্যারিনায় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ৬৭ তম গ্র্যামির জমকালো আসরে অভিবাসীদের প্রতি নিজের সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেছেন শাকিরা। দিনটি ছিলা শাকিরার জন্মদিনও। শাকিবার হাতে পুরস্কার তুলে দেন হলিউডি অভিনেত্রী জেনিফার লোপেজ। মঞ্চে পুরস্কার উঁচিয়ে ধরে জনপ্রিয় গায়িকা বলেন, পুরস্কারটি আমি এই দেশে বসবাসকারী আমার অভিবাসী ভাই ও বোনদের উৎসর্গ করতে চাই। তোমরা জেনে রেখ, সবাই তোমাদের ভালোবাসে। তোমরাই এই সম্মানের যোগ্য এবং আমি সব সময় তোমাদের জন্য লড়ে যাবো। নারীদের উদ্দেশে শাকিরা বলেন, যে নারীরা তাদের পরিবারের জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। শাকিরা যখন পুরস্কার নিচ্ছিলেন, ওই সময় দর্শক সারিতে ছিলেন শাকিরার দুই সন্তান মিলান ও শাসা। সন্তানদের উদ্দেশে শাকিরা বলেন, আমি পুরস্কারটি আমার সন্তান মিলান এবং সাশার সাথে শেয়ার করতে চাই।
আমি তোমাদের নিয়ে গর্বিত,আমাকে তোমরা যেভাবে সমর্থন করেছ, তার জন্য ধন্যবাদ। আমি তোমাদের ভালোবাসি। লস অ্যাঞ্জেলেসে দাবানলের ক্ষয়ক্ষতি নিয়েও কথা বলেন গায়িকা। পুরস্কার নেওয়ার পর পারফর্মও করেন।