প্রাণ প্রিয়, আজ ফজরের সময় একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। এরপর থেকে আর কিছু ভালো লাগছে না। জীবনটা কি অদ্ভুত তাই না? জন্মের সময়ই মৃত্যুর সময় নির্ধারণ হয়ে গেছে। আমাকে মৃত্যুর স্বাদ পেতে হবে, আল্লাহর কাছে একদিন চলে যেতে হবে, চলে যেতে হবে তোমাকে ছেড়ে।
প্রাণ প্রিয়, তোমাকে আমি পেয়েছি আমাদের জীবনের শেষ বিকেলে। হতে পারে খুব অল্প সময়ের জন্য কিন্তু আমার আল্লাহর জন্য তোমাকে সত্যি খুব ভালোবাসি। এই ক্ষণিকের জীবনের প্রতিটা মুহূর্তে তোমার ভালোবাসায় সিক্ত হতে চাই, পেতে চাই তোমার সীমাহীন ভালোবাসা।
আচ্ছা, তুমিও কি আমাকে আমার মতো করে ভালোবাসো যেমন করে আমি তোমাকে ভালোবাসি? নাকি আমি শুধুই তোমার দায়িত্বের একটা অংশ?
তুমি আমার জন্য অনেক কিছুই করো কিন্তু তবু্ও আমি ঠিক বুঝিনা সেখানে কি শুধুই দায়িত্ব আছে না কি এই দায়িত্বের মাঝে সীমাহীন ভালোবাসাও লুকিয়ে আছে? দেখ, মানুষ বাঁচে আর কদিন বলতো? তাই আমার মতে – ” মানুষ যে কদিন বাঁচবে যদি তার প্রিয় মানুষের কাছে ভালোবাসা প্রকাশই করতে না পারে তাহলে আল্লাহ প্রদত্ত কোমল হৃদয়ের পবিত্র ভালোবাসার কি সার্থকতা..? “
তাই তোমার জন্য –
‘স্মৃতিতে রাখিবো তোমায় রাখিবো এ হৃদয়ে,
না বলা শত কথা বলিবো আনমনে।
হয়তোবা সময়ের ব্যবধানে
তোমার হৃদয় হতে বিলীন হবো একদিন।
তবু ভালো লাগে ভাবতে তোমায়,
ভাবনার অন্তরালে সুখ খুঁজে পাই।“