তোমাকে ভালোবাসি বলার পর

মো: হাসিবুল আলম | বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৪২ পূর্বাহ্ণ

তোমাকে ভালোবাসি বলার পর

এই মন শিমুল তুলো!

কী আশ্চর্য হাসলো, ভাসলো,

আকার বাঁধা মাড়িয়ে নিরাকার নীল ছুঁল!

তোমাকে ভালোবাসি বলার পর

আশ্চর্য দ্রুততায় ঘুরছে সব কিছু।

বারবার তাল মেলাতে ব্যর্থ ঘড়ির কাঁটা,

মুখ থুবড়ে পড়েছে পুরনো

ফিজিঙ.. রসায়ন

অনু পরমাণুর এই কী বিস্ময়কর বিস্ফোরণ!

লক্ষ কোটি বছর মিলিয়ে যাচ্ছে,

যেন কয়েক সেকেন্ডই প্রহর।

কী সব ক্ষয়ে যাচ্ছে, সয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে

তোমাকে ভালোবাসি বলার পর

তোমাকে ভালোবাসি বলার পর..

এই ব্রম্মাণ্ড বদলাতে বদলাতে..

আমি আর কোথাও আমার নাই….

তোমার কোয়ান্টাম মায়া রস যশ..

আষ্টেপৃষ্টে গিলে নিচ্ছে সবটাই..

আলোর তুফানে ফুটছে কৃষ্ণ গহ্বর

এমন কেন হয় বলতো..

তোমাকে ভালোবাসি বলার পর!

পূর্ববর্তী নিবন্ধসবকিছু দুমড়ে মুচড়ে ফিরে আসবো যদি…
পরবর্তী নিবন্ধনতুনের আগমনে