তোমাকে তখনই বুঝি

জি এম জহির উদ্দীন | মঙ্গলবার , ২০ জুন, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

বাবারা কষ্টের প্রহরশেষ করে চলে

রোদেলা বিকেলের এক স্বপ্নীল আশায়!

যে প্রহরকষ্টকে দলিত করবে বলে

পথ চলা, পথ শেষে, কভু কি ফুরায়?

ফুরায় না!কেউ এসে নেয়না সে ভার!

কেউ এসে প্রশ্ন করে না কি কষ্ট পাও?

জীবনান্তে খুঁড়ে মারে স্বপ্নের ব্যর্থ হতাশা

তাই কি নির্বাক চোখে অচেনা আকাশে তাকাও?

হায়! বাবারা আজীবন বাবাই থেকে যায়

অন্য রূপে বেমানান বাবার অনন্য আসন!

তুমি চল অন্তহীন তোমার কর্তব্যের মায়ায়!

তোমাকে তখনই বুঝি! যখন পাইনা শাসন।

পূর্ববর্তী নিবন্ধযথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ
পরবর্তী নিবন্ধলোহাগাড়া চুনতিতে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা