তোমাকেই বলছি সুপ্রিয়া দে | বৃহস্পতিবার , ২৮ নভেম্বর, ২০২৪ at ৬:৫৬ পূর্বাহ্ণ তুমি হাসলে এক পশলা বৃষ্টি নামে আমার রোদ্দুর আকাশে। কাল বৈশাখী কথামালায় ছন্দ পতন জীবন ফ্যাকাসে। তোমার আকাশে মেঘ জমলে রাতের জোৎস্নায় তারা গোনো নিঃশ্বাসে প্রতিধ্বনি তোমার নিঃশব্দে কান পেতে শোন।