তোমরা যখন আকাশটাকে
করছ বারেক হেলা,
ভোরের হাওয়ায় সুয্যি মামা
করছে রঙিন খেলা।
নীল আকাশের রং ছড়িয়ে
গোলাপি রংয়ের আভা।
কেউ তোমরা ঘুমিয়ে আছো,
হয়তো স্বপ্নে ভাবা।
ভোরের হাওয়ার পরশ মাখা
রৌদ্র যখন পড়ে,
শিশিরগুলো মুক্তো হয়ে
চিকচিক করে ঝরে।
পাখি তখন ঘুম ভাঙার গান
গেয়ে যায় সারা,
রঙিন ফুলে প্রজাপতি
নেচে নেচে দেয় নাড়া।
গাছের পাতা সবুজ মাখা,
হাওয়া দিয়ে দুলে,
নববধূ গান গেয়ে যায়,
মিষ্টি সুরের বোলে।
নদীর পানি শান্ত টানে
সাগর পানে ধায়,
মাঝিমাল্লা নৌকা করে ভেসে
ভেসে বেড়ায়।
মিষ্টি সুরে মুয়াজ্জিনের
আযানের ধ্বনি
মধুর করে বেজে ওঠে
শঙ্খ কানে শুনি।