ঢাকা ব্যাংকের সাবেক কর্মকর্তা, আনোয়ারার তৈলারদ্বীপের জমিদার মরহুম বজলুল করিম চৌধুরীর প্রথম পুত্র বিশিষ্ট সমাজ সেবক শফিউল করিম চৌধুরী আর নেই। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দুইদিন আগে হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গতকাল বাদ জোহর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় চট্টগ্রামের ব্যবসায়ী, শিল্পপতি, ব্যাংকার, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। বাদে আছর আনোয়ারার তৈলারদ্বীপে দ্বিতীয় দফা নামাজে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের একমাত্র পুত্র নগরীর পাঁচলাইশস্থ সিএসটিসি হাসপাতালের পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী তার পিতার আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, মরহুম শফিউল করিম চৌধুরী দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের সহধর্মিনী মিসেস কামরুন মালেকের বড় ভাই।
আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সিনিয়র সহ–সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের সহধর্মীনি কামরুন নাহার মালেকের বড় ভাই শফিউল করিম চৌধুরীর মৃত্যুতে আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের পক্ষে সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী ও সহ–সাধারণ সম্পাদক কাজী মো. আশেকে এলাহী গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন।